রাঙ্গামাটিতে পালিত হলো পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী (দঃ)

 

রাঙ্গামাটিতে
ঈদে
মিলাদুন্নবী উপলক্ষ্যে  জশনে জুলুস ঈদে মিলাদুন্নবী (দঃ) শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৩০
অক্টোবর)  রাঙ্গামাটি জেলার
গাউছিয়া কমিটির উদ্যোগে জুমার
নামাজের পর
রিজার্ভবাজার জামে
মসজিদ থেকে
একটি বর্ণাঢ্য বিশাল শোভাযাত্রা বের করা
হয়।

উক্ত শোভাযাত্রাই  কয়েক হাজার মুসলিম অংশগ্রহণ করেন।
সময় ধর্মপ্রাণ মুসল্লিরা কালেমা খচিত পতাকা
নিয়েনারায়ে তাকবির আল্লাহু আকবর, নারায়ে রিসালাত ইয়া
রাসুলাল্লাহ (সঃ)
ধ্বনিতে স্লোগান দিতে থাকে।
এতে করে রাঙ্গামাটি শহর মুখরিত হয়ে উঠে
শোভাযাত্রাটি  বিভিন্ন
সড়ক প্রদক্ষিণ শেষে
বনরূপা জামে
মসজিদের সামনে
এসে শেষ
হয়। এসময়
হযরত মোহাম্মদ (সঃ) এর
জীবনী নিয়ে
আলোচনাসভা,  মিলাদ
মুনাজাতের মাধ্যমে অনুষ্ঠান শেষ
করা হয়।