খাগড়াছড়ি
রিজিয়নের অন্তর্গত লংগদু সেনা জোনের উদ্যোগে বাঘাইছড়ি উপজেলাধীন দুরছড়ি এলাকায় অসহায়
ও দুঃস্থ পাহাড়ী বাঙ্গালী পরিবারের মাঝে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ঔষুধ বিতরণ করা হয়।
বুধবার
(২২ ই নভেম্বর) সকাল ৯টা হতে খাগড়াছড়ি রিজিয়নের লংগদু জোনের অন্তর্গত দুরছড়ি এলাকায়
আর্ত মানবতার সেবায় লংগদু জোনের আয়োজনে দিনব্যাপী এ মেডিকেল ক্যাম্প পরিচালনা করা
হয়।
লংগদু জোন
অধিনায়ক এর দিক নির্দেশনায় এবং রেজিমেন্টাল মেডিকেল অফিসারের নেতৃত্বে উক্ত মেডিক্যাল
ক্যাম্প পরিচালিত হয়।
এসময় লংগদু
এলাকার পাহাড়ী ও বাঙ্গালী অসহায় দুঃস্থ মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষুধ বিতরণ
করা হয়।
স্থানীয় লোকজন বিনামূল্যে লংগদু জোনের চিকিৎসা সহায়তা পেয়ে সেনাবাহিনীর ভূয়সী
প্রশংসা করেন এবং জোন কমান্ডারের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।