
বান্দরবান সেনা জোন কর্তৃক বান্দরবানের রোয়াংছড়ি উপজেলায় পাহাড়ি সন্ত্রাসী সংগঠন কেএনএফের সন্ত্রাসী কর্মকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে চাউল ও নগদ অর্থ প্রদান করা হয়েছে।
আজ, সোমবার (১লা জুলাই) রোয়াংছড়ি উপজেলার সদর ইউনিয়ন পরিষদ হলরুমে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের বিশেষ প্রকল্পের সহায়তায় ক্ষতিগ্রস্ত ৫৩টি পরিবারকে ৫০ কেজি চাউল এবং ১ হাজার ৭ শত টাকা নগদ অর্থ প্রদান করেন বান্দরবান জোন। কেএনএফের সন্ত্রাসী কর্মকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবার সহায়তা পেয়ে সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে।
এ সময় জোন কমান্ডার বলেন, আমরা সবসময় সৌহার্দ্যপূর্ণ পার্বত্য চট্টগ্রাম চাই। যেখানে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে শান্তিপূর্ণ পরিবেশে পারস্পরিক শ্রদ্ধা ও সম্মান নিয়ে সবাই বসবাস করবে।