পার্বত্য অঞ্চলে সম্প্রীতি ও উন্নয়নের ধারাবাহিকতায় বান্দরবান রিজিয়নের আওতাধীন বান্দরবান সেনা জোনের উদ্যোগে বন্যা পরবর্তী সময়ের মানবিক কার্যক্রম হিসেবে স্থানীয় অসহায় ও দুস্থ মানুষদের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করা হয়েছে।
আজ ১৬ আগস্ট (বুধবার) সকালে বান্দরবানের দুর্গম পাহাড়ি অঞ্চলে বসবাসরত সুবিধাবঞ্চিত অসহায় ও দুস্থ মানুষদের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করেছে বান্দরবান সেনা জোন। উক্ত চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করেন বান্দরবান সেনা জোনের মেডিকেল অফিসার। উক্ত মেডিকেল ক্যাম্পেইনে উপস্থিত ছিলেন বান্দরবান সেনা জোন কমান্ডার।
চিকিৎসা সেবা প্রদান শেষে জোন কমান্ডার বলেন, বান্দরবান সেনা জোনের পক্ষ থেকে অসহায়দের মাঝে মেডিকেল সহায়তা প্রদান ও মানবিক সহায়তা চলমান আছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।
পার্বত্য চট্টগ্রামের সকল খবর সবার আগে জানতে নিচের লিংকে ক্লিক করুন*