পাহাড়ের বন্যা কবলিত মানুষের পাশে বিশুদ্ধ পানি, শুকনো খাবার ও চিকিৎসা সেবা নিয়ে বাংলাদেশ সেনাবাহিনী

0
45

বান্দরবান
রিজিয়নের আওতাধীন বান্দরবান জোন এর দায়িত্বপূর্ণ এলাকায় বন্যা পরিস্থিতি সৃষ্টির
কারণে অসহায়ত্বের সাথে দিনাতিপাত করছে সাধারণ মানুষ। এখানকার নিম্মাঞ্চল গুলোতে বসবাসরত
জনসাধারণ পানিবন্দি অবস্থায় জীবন যাপন করছে।

অদ্য,
মঙ্গলবার (১৫ই আগস্ট) বন্যা কবলিত এলাকার ক্ষতিগ্রস্তরা অন্ন, বস্ত্র, আশ্রয় ও চিকিৎসার
অভাবে অর্ধাহারে-অনাহারে দিন যাপন করছে। এরই প্রেক্ষিতে অসহায়, গরিব ও দুস্থ পরিবারের
পাশে দাঁড়ানোর লক্ষে বান্দরবান সেনা জোনের পক্ষ থেকে বন্যা কবলিত এলাকায় বন্যার্তদের
মাঝে শুকনো খাবার, বিশুদ্ধ পানি ও বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়।


বিষয়ে জোন কমান্ডার বলেন, বান্দরবান জোনের পক্ষ থেকে অসহায়দের মাঝে আর্থিক সহায়তা
প্রদান ও বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম চলমান আছে এবং ভবিষ্যতেও থাকবে। তিনি আরও বলেন,
সেই সাথে এই দুর্যোগপ্রবণ পরিস্থিতিতে বান্দরবান জোনের আওতাধীন সকল ক্যাম্পগুলোতে বন্যার্তদের
মাঝে এই ধরনের সহায়তা প্রদান অব্যহত থাকবে।

পার্বত্য চট্টগ্রামের সকল খবর সবার আগে জানতে নিচের লিংকে ক্লিক করুন*


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here