মা‌টিরাঙ্গা জো‌ন কর্তৃক জাতীয় শোক দিব‌স উপলক্ষ্যে বিনামূল্যে চি‌কিৎসা সেবা প্রদান

0
42

  

পার্বত্য চট্টগ্রামে শা‌ন্তি
স‌ম্প্রীতি ও উন্নয়‌নের ধারা বজায় রাখার লক্ষ্যে জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধু শেখ মু‌জিবর রহমা‌নের ৪৮তম
শাহাদাত বা‌র্ষিকী উপল‌ক্ষ্যে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ক‌রে‌ছেন ১৫ ফিল্ড রে‌জি‌মেন্ট
আ‌র্টিলা‌রি মা‌টিরাঙ্গা জোন।

আজ
মঙ্গলবার (১৫ আগস্ট) সকা‌লে মা‌টিরাঙ্গা সরকা‌রি ম‌ডেল উচ্চ বিদ্যালয়ের হল রু‌মে মে‌ডি‌কেল
ক্যাম্পেইনের মাধ্যমে এ‌ সেবা প্রদান করা হয়।

মা‌টিরাঙ্গা
জো‌নের আওতাধীন স্থানীয় অসহায়, হতদ‌রিদ্র প্রায় পাঁচ শতা‌ধিক বি‌ভিন্ন বয়সী পাহা‌ড়ি-বাঙ্গালি
নারী পুরুষের মা‌ঝে বিনামূল্যে চিকিৎসা সেবা এবং ঔষধ প্রদান করেন জোনের মেডিকেল অফিসার।
এ সময় এলাকার হেডম্যান, কার্বা‌রি, জনপ্রতি‌নি‌ধি ও বি‌ভিন্ন গন মাধ্যম কর্মীগন উ‌প‌স্থিত
ছি‌লেন।

জনসাধারনের মাঝে মাটিরাঙ্গা
জোনের এই ধরণের মানবিক কার্যক্রম ইতিবাচক সাড়া ফেলে। স্থানীয় জনসাধারণ বিনামূল্যে
চিকিৎসা সেবা পেয়ে আবেগে আপ্লুত হয়ে বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা
 প্রকাশ করেন।

এসময় জোনের কমান্ডার বলেন, মাটিরাঙ্গা সেনা জোনের পক্ষ থেকে অসহায়দের মাঝে
মেডিকেল সহায়তা প্রদান ও মানবিক কাজ চলমান আছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।

পার্বত্য চট্টগ্রামের সকল খবর সবার আগে জানতে নিচের লিংকে ক্লিক করুন*

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here