তিন পার্বত্য জেলায় ভারী বর্ষণের কারণে কিছু এলাকা প্লাবিত হয়ে পড়ে। পাহাড়ে বসবাসরত মানুষের জীবন যাপন করা কষ্ট হয়ে পড়ছে। খাবারের অভাবে অসহায় হয়ে পড়েছে হাজার হাজার মানুষ! এতে ঘর ছাড়া হয়েছে শতাধিক পরিবারের কয়েকশ মানুষ। ফলে সেনাবাহিনীর সহায়তায় বন্যার্তরা আশ্রয় নিয়েছে পাশ্ববর্তী নিরাপদ আশ্রয়কেন্দ্রে। এমতাবস্থায় বন্যায় ঘরবাড়ি ছেড়ে আশ্রয়কেন্দ্রে অবস্থান নেয়া পরিবারগুলোর মাঝে বিশুদ্ধ পানির সংকট দেখা দিয়েছে।
আজ ১৪ আগস্ট (সোমবার) বান্দরবানসহ এর আশপাশের নিরাপদ আশ্রয়কেন্দ্রে অবস্থান নেয়া কয়েকশত পরিবারের মাঝে বান্দরবান সেনা জোনের পক্ষ থেকে সুপেয় বিশুদ্ধ পানি প্রদান করেন বান্দরবান জোন। এছাড়াও বান্দরবান জোন কমান্ডার বন্যায় ক্ষতিগ্রস্থ বৈদ্যুতিক খুঁটি ও প্ল্যান্ট সংস্কারপূর্বক বৈদ্যুতিক সংযোগ পুনঃস্থাপনের কার্যক্রম পরিদর্শন করেন।
এ সময় বান্দরবান জোন কমান্ডার বলেন, বান্দরবান সেনা জোনের পক্ষ থেকে অসহায়দের মাঝে বিভিন্ন সহায়তা প্রদান ও উন্নয়নমূলক কার্যক্রম চলমান আছে এবং ভবিষ্যতেও থাকবে। সেই সাথে এই দুর্যোগমূলক পরিস্থিতিতে বান্দরবান জোনের আওতাধীন সকল ক্যাম্প এলাকায় অসহায় ক্ষতিগ্রস্ত মানুষদের মাঝে আর্থিক ও ত্রাণ সহায়তা অব্যাহত থাকবে বলে তিনি জানান।