
রাঙ্গামাটির বাঘাইছড়িতে বন্যায় শত শত পরিবারের ঘর বাড়ির অনেক ক্ষতিসাধিত হয়েছে। তাই বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবার গুলোর মাঝে প্রচন্ড খাবারের সংকট দেখা দিয়েছে। বন্যার্তদের এমন দুঃসময়ে বাড়িতে বাড়িতে গিয়ে ত্রান সহায়তা পৌঁছে দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর বাঘাইহাট সেনা জোন।
আজ রবিবার (১২ আগস্ট) স্থানীয় কয়েকশত পরিবারের মাঝে ত্রান সামগ্রী বিতরণ করেন বাঘাইহাট সেনা জোন কমান্ডার।
ত্রাণ বিতরণ শেষে জোন অধিনায়ক বলেন, সম্প্রতি ও উন্নয়নের ধারাবাহিকতায় বাংলাদেশ সেনাবাহিনীর বাঘাইহাট সেনা জোনের পক্ষ থেকে দুস্থ ও অসহায় মানুষদের মাঝে মানবিক সহায়তা ও উন্নয়নমূলক কার্যক্রম চলমান আছে এবং তা ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।
পার্বত্য চট্টগ্রামের সকল খবর সবার আগে জানতে নিচের লিংকে ক্লিক করুন*