পার্বত্য জেলা বান্দরবানে বন্যা পরিস্থিতির উন্নতি হলেও বিশুদ্ধ পানির চরম সংকট দেখা দিয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, বান্দরবান পৌর এলাকায় ৪০ হাজারেরও বেশি এবং জেলায় ৪ লাখ ৮০ হাজারের বেশি লোকজনের বসবাস। এর মধ্যে থানচি, রুমা, লামা ও বান্দরবান সদর মিলে অন্তত লক্ষাধিক বাসিন্দা বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন। বন্যা পরিস্থিতি উন্নতি হলেও জেলায় বিদ্যুৎ সংযোগ না থাকায় বিশুদ্ধ পানির চরম সংকট দেখা দিয়েছে। বৃষ্টির পানি সঞ্চয় করে এতদিন ব্যবহার করলেও তা এখন শেষ। ফলে সুপেয় পানির অভাবে দিশেহারা হয়ে পড়েছে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো।
আর তাই আজ, ১১ আগস্ট (শুক্রবার) বান্দরবানের এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে বান্দরবান সেনা জোনের পক্ষ থেকে সুপেয় পানি প্রদান করা হয়।
বাংলাদেশ সেনাবাহিনীর এরূপ জনহিতকর কার্যাবলীকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধি ও বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা-কর্মচারীরা। এছাড়াও, এটিকে সৃষ্টিকর্তার আশীর্বাদ বলে অভিহিত করেছেন সুবিধা প্রাপ্ত জনসাধারণ।
পার্বত্য চট্টগ্রামের সকল খবর সবার আগে জানতে নিচের লিংকে ক্লিক করুন*