বান্দরবানের আলীকদমে অতিবৃষ্টি ও ভারী বর্ষনের ফলে কিছু নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এসব জায়গাগুলোতে পানিবন্ধী হয়ে অসহায় হয়ে অনাহার ও চিকিৎসার অভাবে আছেন শতাধিক পরিবার।
এমন পরিস্থিতিতে দুস্থ-গরীব পানি বন্দিদের মাঝে ত্রাণ ও আর্থিক সহযোগিতায় এগিয়ে গেলেন বান্দরবান রিজিয়নের আওতাধীন আলীকদম সেনা জোন।
আজ সোমবার (৭আগস্ট) সকাল ১১ ঘটিকায় আলীকদম সেনা জোনের আওতাধীন জানালিপাড়া ও কানা মেম্বার পাড়ার বিভিন্ন এলাকায় পানি বন্দি অসহায় মানুষদের মাঝে ত্রাণ ও আর্থিক সহায়তা প্রদান করা হয়। পানি বন্দি অসহায়রা সেনাবাহিনীর ত্রাণ সহায়তা পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এ সময় আলীকদম সেনা জোন কমান্ডার বলেন, আলীকদম সেনা জোনের পক্ষ থেকে অসহায়দের মাঝে আর্থিক সহায়তা প্রদান ও উন্নয়নমূলক কার্যক্রম চলমান আছে এবং ভবিষ্যতেও থাকবে। সেই সাথে এই দুর্যোগমূলক পরিস্থিতিতে আলীকদম জোনের আওতাধীন সকল ক্যাম্প এলাকায় অসহায় ক্ষতিগ্রস্ত মানুষদের মাঝে আর্থিক ও ত্রাণ সহায়তা অব্যাহত থাকবে বলে তিনি জানান।
পার্বত্য চট্টগ্রামের সকল খবর সবার আগে জানতে নিচের লিংকে ক্লিক করুন*