৪০ বিজিবির উদ্যোগে গরীব ও দুঃস্থদের মাঝে মানবিক সহায়তা প্রদান

0
49

 

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় সম্প্রীতি ও উন্নয়নের
ধারাবাহিকতায় পলাশপুর জোন ও খেদাছড়া ব্যাটালিয়ন (৪০ বিজিবি)’র উদ্যোগে স্থানীয় গরীব
ও দুঃস্থ বাঙ্গালী এবং পাহাড়ী পরিবারকে নগদ অর্থ ও টিন প্রদান করা হয়।

অদ্য, ৩০ জুলাই রবিবার দুপুরের দিকে স্থানীয়
গরীব ও দুঃস্থ বাঙ্গালী এবং পাহাড়ী পরিবারকে ১৫ বান টিন এবং নগদ ৬৬ হাজার টাকা আর্থিক
অনুদানসহ সর্বমোট আনুমানিক ১ লাখ ৮৬ হাজার টাকার অনুদান প্রদান করেন, পলাশপুর জোন ও
খেদাছড়া ব্যাটালিয়ন (৪০ বিজিবি) এর জোন কমান্ডার ও অধিনায়ক লেঃ কর্ণেল সোহেল আহমেদ,
পিএসসি, ইঞ্জিনিয়ার্স।

এছাড়া উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন,
পলাশপুর জোনের মেডিকেল অফিসার, জোন স্টাফ অফিসার ও জোনের অন্যান্য কর্মকর্তাগণ এবং
প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার প্রতিনিধিগণ।

এসময় ৪০ বিজিবি এর জোন কমান্ডার বলেন, সীমান্ত
নিরাপত্তা ও চোরাচালান প্রতিরোধের পাশাপাশি বিজিবির মানবিক সহায়তা অব্যাহত থাকবে।
অতীতের ধারাবাহিকতায় যে কোনো প্রয়োজনে ৪০ (বিজিবি) ব্যাটালিয়ন অসহায় ও দুঃস্থ ব্যক্তিবর্গের
পাশে থাকবে।

পার্বত্য চট্টগ্রামের সকল খবর সবার আগে জানতে নিচের লিংকে ক্লিক করুন*

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here