বৈসাবি (বিজু) অনুষ্ঠানের বলি খেলায় বিজয়ী খেলোয়াড়কে পুরস্কৃত করেছে মহালছড়ি সেনা জোন

  

অদ্য ০৫ মে ২০২৩ তারিখ রোজ শুক্রবার খাগড়াছড়ি রিজিয়নের মহালছড়ি
জোনের আওতাধীন উল্টাছড়ি উচ্চ বিদ্যালয় মাঠ এলাকায় যুব পুত্রপুত্য সংঘের বৈসাবি
(বিজু) আনন্দের অনুষ্ঠান ২০২৩ এর আয়োজন করা হয়। এই বৈসাবি (বিজু) আনন্দের অনুষ্ঠান
উপলক্ষে ধর্ম, বর্ণ এবং জাতিগত বৈষম্য ভূলে সকলের সাথে আনন্দ ভাগাভাগী করে নেয়ার অভিপ্রায়ে
উক্ত অনুষ্ঠানে বলি খেলার আয়োজন করা হয়। বলি খেলায় বিজয়ী খেলোয়াড়ের হাতে পুরস্কার
হিসেবে নগদ অর্থ তুলে দেন মহালছড়ি সেনা জোন। মহালছড়ি জোনের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে
স্থানীয়রা।

 

এ সময় জোন কমান্ডার বলেন, সেনাবাহিনী পার্বত্য অঞ্চলে নিরাপত্তা নিশ্চিত
করার পাশাপাশি পাহাড়ি অসহায় ও দুস্থ মানুষদের সেবায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে। শুধু
তাই নয় উপজাতিদের বিভিন্ন ঐতিহ্যবাহী উৎসব এবং খেলাধুলা টিকিয়ে রাখতে সেনাবাহিনী কাজ
করে যাচ্ছে। সম্প্রীতি ও উন্নয়নের ধারাবাহিকতায় মহালছড়ি সেনা জোন যুব পুত্রপুত্য সংঘের
বৈসাবি (বিজু) আনন্দের অনুষ্ঠানের বলি খেলায় বিজয়ী খেলোয়াড়কে নগদ অর্থ প্রদান করেছে।
ভবিষ্যতেও এধরনের কার্যক্রম অব্যহত থাকবে।

 

জোন কমান্ডার আরো বলেন, বাংলাদেশ সেনাবাহিনী জাতি, বর্ণ, ধর্ম নির্বিশেষে
সকল ভেদাভেদ ভুলে গিয়ে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কাঁধে কাঁধ মিলিয়ে
কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় আজকে এই ক্ষুদ্র চেষ্টা। এধরনের সেবামূলক কার্যক্রমে
মহালছড়ি জোন তার সর্বোচ্চ প্রচেষ্টা দিয়ে শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন নিশ্চিত করণের
লক্ষ্যে কাজ করতে এবং দুর্গম এই পাহাড়ি এলাকায় জনসাধারণের কল্যানার্থে সকল কার্যক্রমে
সকলের পাশে সর্বদা থাকতে বদ্ধপরিকর।

পার্বত্য চট্টগ্রামের সকল খবর সবার আগে জানতে নিচের লিংকে ক্লিক করুন*