কেএনএফ’র প্রধান অস্ত্র সরবরাহকারী গ্রেপ্তার

প্রতিবেশী দেশ ভারতের মিজোরাম অঙ্গরাজ্যের গোয়েন্দা পুলিশ কর্তৃক পার্বত্য চট্টগ্রামের কুকি চিন সন্ত্রাসীদের নিকট অস্ত্র পাচার কালে দুই ভারতীয় নাগরিককে অস্ত্র গোলাবারুদ সহ আটক করেছে। আটককৃত আলবার্ট হ্লাউনচেউ বম (৫৫) বাড়ি বুংটলাং দক্ষিণের কিপলেই এলাকায় এবং সি. রোচুংনুঙ্গা (৫৪) বমের বাড়ি মাংজেলা লংটলাই কাউন্সিলে বলে নিশ্চিত করে পুলিশ। 

অদ্য ৪ মে বৃহস্পতিবার ২০২৩ খ্রিস্টাব্দে বিকাল ৩ ঘটিকার সময় মিজোরাম গোয়েন্দা পুলিশের অপারেশন টিম থেনজাউলের ​​উপকণ্ঠে একটি গাড়ি (বোলেরো) পিকআপ আটক করে তল্লাশি করে তাদেরকে অস্ত্রসহ আটক করে।

আটককৃত ব্যক্তিদের কাছ থেকে চারটি ম্যাগাজিন সহ ২০, ২২ ও ৩২ ক্যালিবারের ৪ টি চাইনিজ রাইফেল, ম্যাগজিন গুলি উদ্ধার করা হয়। উক্ত ভারতীয় নাগরিকরা বান্দরবানের কুকি চিন সন্ত্রাসী গ্রুপের নিকট অস্ত্র পৌছে দেওয়ার কাজ করছিল বলে প্রাথমিক জিজ্ঞেসাবাদে জানা গেছে।

আটককৃতদের বিরুদ্ধে মামলা হয়েছে।


পার্বত্য চট্টগ্রামের সকল খবর সবার আগে জানতে নিচের লিংকে ক্লিক করুন*