সেনাবাহিনীর উদ্যোগে বাঘাইছড়িতে দুঃস্থ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

0
49

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে রমজান মাস উপলক্ষে বাঘাইহাট জোনের উদ্যোগে একশতাধিক হতদরিদ্র ও দুঃস্থ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে সেনাবাহিনীর সিক্স বেঙ্গল।

আজ, বুধবার সকালে বাঘাইহাট জোনের প্রশিক্ষণ মাঠে জোন অধিনায়ক লেঃকর্ণেল মোঃ তৌহিদুর রহমানের উপস্থিতিতে দরিদ্র মানুষের মাঝে চাল, ডাল, চিনি, তেলসহ খাদ্য সামগ্রী বিতরণ করেন।

এসময় আরও উপস্থিত ছিলেন বাঘাইহাট জোনের উপ-অধিনায়ক মেজর সাদিকুল হাসান তালহা, সাজেক ইউনিয়নের চেয়ারম্যান অতুলাল চাকমা, বাঘাইহাট বাজার সভাপতি নাজিম উদ্দীন চৌধুরী, সংরক্ষিত মেম্বার সুমিতা রানী চাকমা ও  উপকারভোগী পাহাড়ী বাঙালি পরিবারসহ গন্যমান্য ব্যক্তিবর্গ।

এ সময় জোন কমান্ডার বলেন, বাংলাদেশ সেনাবাহিনী সবসময় দেশের এবং মানুষের কল্যানে কাজ করে থাকে। আমাদের সকলকে মনে রাখতে হবে সবার উপরে দেশ। আমাদের সকলকে দেশের কল্যানের জন্য কাজ করতে হবে এবং আমাদের দেশে যাতে দুর্যোগের সময় কেউ অনাহারে না থাকে। তাই আমাদের সকলকে উদ্যোগের সাথে নিজ নিজ জমিতে কৃষির উৎপাদনে মনোযোগী হতে হবে। এলাকার শান্তি-শৃঙ্খলা রক্ষায় নিরাপত্তা বাহিনীর পাশাপাশি উন্নয়নমূলক অবকাঠামোর লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনী বাঘাইহাট জোনের পক্ষ থেকে এ ধরণের সাহায্য-সহযোগিতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

*পার্বত্য চট্টগ্রামের সকল খবর সবার আগে জানতে নিচের লিংকে ক্লিক করুন*

https://t.me/savecht

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here