খাগড়াছড়ি জেলার রামগড়ে ৪৩ বিজিবি’র অর্থায়নে পরিচালিত কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রের ৪২তম ব্যাচের প্রশিক্ষনার্থীর মাঝে সনদপত্র ও পুরস্কার বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (০২রা মার্চ) দুপুর ১২টায় রামগড় ব্যাটালিয়নের মহিলা কল্যাণ সমিতির প্রশিক্ষণ হল রুমে ৪৩ বিজিবি’র সদস্য নায়েক আকবর হোসেন এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিদায়ী প্রশিক্ষাণার্থীদের হাতে পুরস্কার ও সনদপত্র প্রদান করেন রামগড় ব্যাটালিয়ন ৪৩ বিজিবি’র অধিনায়ক। এসময় তিনি ৪২তম প্রশিক্ষণের ৩০ জন পরীক্ষার্থীর মাঝে সনদপত্র ও পুরষ্কার তুলে দেন। এবং প্রথম স্থান, ২য় স্থান, তৃতীয় স্থান অধিকারীদের হাতে সনদপত্র ও পুরষ্কার প্রদান করেন। এছাড়াও ৪৩ তম ব্যাচের শুভ উদ্ভোধন করেন তিনি।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে জোন অধিনায়ক বলেন, এ অঞ্চলের জনসাধারণের আর্থ সামাজিক উন্নয়নের পাশাপাশি শিক্ষার্থীদের দক্ষতা প্রদানে ৪৩ বিজিবি কাজ করে যাচ্ছে, যা আগামীতেও অব্যাহত থাকবে।