রাঙ্গামাটি রিজয়নের উদ্যোগে কাপ্তাই হ্রদে মাছের পোনা অবমুক্তকরণ

অদ্য, ২১ মে ২০২৪ তারিখে রাঙ্গামাটি জেলার কাপ্তাই হ্রদে কার্প জাতীয় মাছের উৎপাদন বাড়াতে মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে। উক্ত মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচীতে ১৫০ কেজি মাছের পোনা ছাড়া হয়েছে। 

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রিজিয়ন কমান্ডার, রাঙ্গামাটি রিজিয়ন। এছাড়াও উপস্থিত ছিলেন জোন কমান্ডার, রাঙ্গামাটি জোন এবং অন্যান্য ব্যক্তিরা। 

এসময় প্রধান অতিথির বক্তব্যে রিজিয়ন কমান্ডার বলেন, কাপ্তাই হ্রদের মৎস্য সম্পদ জাতীয় সম্পদ, এই সম্পদ রক্ষায় সকলকে এগিয়ে আসতে হবে। কাপ্তাই হ্রদের প্রাকৃতিক প্রজনন বৃদ্ধিতে মাছের অভয়াশ্রম ও রাঙ্গামাটির ৪টি চ্যানেল ড্রেজিংয়ের মাধ্যমে পুনরুদ্ধার করতে সরকারের পক্ষ থেকে উদ্যোগ নেয়া হবে।