
পার্বত্য অঞ্চলে শান্তি সম্প্রীতি উন্নয়নের ধারাবাহিকতায় খাগড়াছড়ি সেনা জোনের উদ্যোগে খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ফাতেমানগর নিন্ম মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে চেয়ার-টেবিল, বই-খাতা ও স্কুল ব্যাগ বিতরণ করা হয়েছে। এ সময় জোন কমান্ডার উপস্থিত থেকে উক্ত শিক্ষা সামগ্রী বিতরণ করেন। এছাড়াও উপস্থিতে ছিলেন পানছড়ি সাব জোন কমান্ডার, বিদ্যালয়ের প্রধান শিক্ষক, এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এ সময় জোন কমান্ডার শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, ভবিষ্যতে তোমরাই ডিসি, ওসিসহ বড় বড় মানুষ হয়ে দেশটাকে চালাবে। জোন কমান্ডারের দিক নির্দেশনামূলক বক্তব্য শুনে শিক্ষার্থীরা করতালির মাধ্যমে অভিনন্দন জানায়।
এছাড়াও বলেন, দুর্গম অঞ্চলে স্বল্প আয়ের মানুষের সন্তানরা শিক্ষা থেকে বঞ্চিত না হয় এবং শিক্ষা থেকে ঝড়ে না পড়ে, সেই চিন্তা চেতনা থেকে সম্প্রীতি বজায় রেখে এই ধরণের উদ্যোগে মানবিক সহায়তার মাধ্যমে সেনাবাহিনী শান্তি প্রতিষ্ঠায় সহায়ক ভূমিকা রাখবে। সকল সম্প্রদায়ের শিক্ষার্থীদের মিলনমেলার এই বিদ্যালয়টিতে ভবিষ্যতে আরো সহযোগিতার ব্যাপারেও আশ্বাস প্রদান করেন জোন কমান্ডার।