সাজেকে নতুন সেতু তৈরি করতে সেনাবাহিনীর আর্থিক সহায়তা প্রদান


সাজেকের অফিস পাড়ায় নতুন সেতু তৈরি করতে আর্থিক সহায়তা প্রদান করেছে বাঘাইহাট জোন।

রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের দুর্গম লক্ষ্মীছড়ির অফিস পাড়ায় নতুন সেতু তৈরি করতে আর্থিক সহায়তা প্রদান করেছে বাঘাইহাট জোন।

গত সোমবার (১৩ মে) সকাল ১১ টায় সেনাবাহিনীর বাঘাইহাট জোনের জোন কমান্ডার এর উদ্যোগে সাধারণ জনগণ চলাচলের সুবিধার্থে পুরাতন ভাঙ্গা ব্রিজ নতুন করে নির্মাণের জন্য বাঘাইহাট জোনের পক্ষ থেকে আর্থিক অনুদান প্রদান করেন লক্ষ্মীছড়ি আর্মি ক্যাম্পের কমান্ডার।

এসময় জোন কমান্ডার বলেন, সেনাবাহিনীর জনকল্যাণমুখী কাজের নিয়মিত অংশ হিসেবে এসব সহায়তা প্রদান করা হয়েছে। সেতুটি নতুন করে তৈরি করা হলে স্থানীয়রা সুবিধা ভোগ করবে এবং পাহাড়ে উৎপাদিত পণ্য বাজারজাত করে অর্থনৈতিক ভাবে লাভবান হবে