লক্ষীছড়ি জোন কর্তৃক অসহায়, দুস্থ ও অস্বচ্ছল পাহাড়ি-বাঙালিদের মাঝে মানবিক সহায়তা প্রদান।

0
45

অদ্য, মঙ্গলবার (২৪ জানুয়ারি) সকালে লক্ষীছড়ি উপজেলার দুল্যাতলী আর্মি ক্যাম্প এলাকায় প্রায় ৩শ জন অসহায়, দুস্থ ও অস্বচ্ছল পাহাড়ি-বাঙালিদের মাঝে মানবিক সহায়তা প্রদান করেন লক্ষীছড়ি জোনের জোন কমান্ডার লে. কর্নেল এ এইচ এম জুবায়ের।

এসময় সহয়তা হিসেবে পাঠ্যপুস্তক ও শিক্ষা সামগ্রী, ভর্তির জন্য আর্থিক অনুদান, ধর্মীয় প্রতিষ্ঠানের জন্য টিন, একটি অসহায় পরিবারের ঘর নির্মাণে অর্থ সহায়তা এবং শীতবস্ত্র বিতরণ করা হয়।

এসময় জোন কমান্ডার বলেন, পাহাড়ের স্থিতিশীলতা এবং শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারা বজায় রাখতে বাংলাদেশ সেনাবাহিনী নিয়মিতভাবে কাজ করে যাচ্ছে। এছাড়াও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মানুষের আর্থ-সামাজিক উন্নয়নসহ বিভিন্ন সেবা ও জনকল্যাণমূলক কার্যক্রম চলমান রয়েছে।

তিনি আরো বলেন, দুর্গম এলাকার মানুষের জীবিকার ব্যবস্থা করাই আমাদের মূল লক্ষ্য। দুর্গম পাহাড়ে বসবাসরত দরিদ্র পরিবারগুলোকে সাবলম্বী করতে এবং তাদের প্রয়োজনীয় সামগ্রী দিতে পেরে আমরা আনন্দিত। ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে বলে তিনি জানান।

পার্বত্য চট্টগ্রামের সকল খবর সবার আগে জানতে নিচের লিংকে ক্লিক করুন*

https://t.me/savecht

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here