কাপ্তাই জোন কর্তৃক খাদ্য সামগ্রী বিতরণ

পার্বত্য অঞ্চলে সম্প্রীতি ও উন্নয়নের লক্ষ্যে মানবিক সহায়তার অংশ হিসেবে কাপ্তাই সেনা জোনের উদ্যোগে নিজস্ব দায়িত্বপূর্ণ এলাকায় মাদ্রাসা ও এতিমখানায় খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।   

আজ, রবিবার (০৫ মে ) কাপ্তাই জোন কর্তৃক ০১ টি স্থানীয় মাদ্রাসা ও এতিমখানার মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। সেনাবাহিনীর এমন খাদ্য সহায়তা পেয়ে খুশি হয়ে কাপ্তাই জোনের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করেন সুবিধাভোগীরা।     

খাদ্য সামগ্রী বিতরণকালে কাপ্তাই জোন কমান্ডার বলেন, পার্বত্য অঞ্চলে আমরা অপারেশন উত্তরণের দায়িত্ব পালনের পাশাপাশি এই অঞ্চলের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবন মান উন্নয়ন ও শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন ভাবে সহযোগিতা প্রদান করে থাকি। ভবিষ্যতেও এই ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশ্বাস প্রদান করেন।