
পার্বত্য
চট্টগ্রামের রাঙামাটি জেলার দুর্গম এলাকায় মানবতার সেবাই দুস্থ ও অসহায় মানুষের কল্যাণে
বিনামূল্যে চিকিৎসা সহায়তা দিয়ে যাচ্ছে বিলাইছড়ি সেনা জোন।
আজ
বৃহস্পতিবার, ধূপশীল আর্মি ক্যাম্পে বিলাইছড়ি জোন এর পক্ষ হতে মেডিক্যাল অফিসার, বিলাইছড়ি
জোন এর নেতৃত্বে সকাল থেকে দুপুর পর্যন্ত বিনামূল্যে
৪৫ জন দুস্থ ব্যক্তিবর্গের মাঝে চিকিৎসা সহায়তা প্রদান এবং ঔষধ বিতরণ কার্যক্রম পরিচালিত
হয়।
দূর্গম
পাহাড়ী এলকায় সেনাবাহিনীর এই নিঃস্বার্থ সহযোগীতায় এলাকার জনগণ অত্যন্ত খুশি এবং
তারা সেনাবাহিনীর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এ বিষয়ে বিলাইছড়ি জোন
এর পক্ষ হতে বলা হয়, বিলাইছড়ি জোন তার সর্বোচ্চ প্রচেষ্ঠা দিয়ে শান্তি, সম্প্রীতি
ও উন্নয়ন নিশ্চিত করণের লক্ষে কাজ করতে এবং দূর্গম এই পাহাড়ী এলাকার জনসাধারণের কল্যানার্থে
সকল কার্যক্রমে বিলাইছড়ি জোন পাশে থাকতে সর্বদা বদ্ধপরিকর। ভবিষ্যতে বিলাইছড়ি জোনের
এধরণের কার্যক্রম অব্যহত থাকবে বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করা হয়।