লংগদুতে সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে মেডিক্যাল ক্যাম্পেইন ও পরিচালনা বিশেষ মানবিক সহায়তা প্রদান
আজ, শনিবার (১৮ জানুয়ারি ২০২৫) লংগদু সেনা জোন এর ততত্ত্বাবধানে জোনের দায়িত্বপূর্ণ এলাকায় অসহায় ও দুঃস্থ ব্যক্তিবর্গের মাঝে মানবিক সহায়তা, অসহায় ও দুঃস্থদের নগদ আর্থিক সহায়তা ও বিনামুল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।
লংগদু জোনের জোন কমান্ডার উপস্থিতিতে নিজস্ব দায়িত্বপূর্ণ এলাকায় এসব সহায়তা সাধারণ মানুষের মাঝে বিতরণ করা হয়। এসময় আরও উপস্থিত ছিলেন লংগদু জোনের উপ অধিনায়ক এবং অন্যান্য পদবীর অফিসার ও সদস্যবৃন্দ।
বিশেষ মানবিক সহায়তার অংশ হিসেবে শীতার্তদের মাঝে ২০ টি কম্বল, ০৭ টি শাল এবং ৩৩ টি সুয়েটার বিতরণ করা হয়। একইদিনে লংগদু জোনের মেডিকেল অফিসারের নেতৃত্বে জোনের আওতাধীন আটারকছড়া ইউনিয়নে চিকিৎসা বঞ্চিত ২৬৭ জন পাহাড়ি বাঙালি মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান এবং ১০ জন পাহাড়ি-বাঙালির মাঝে চিকিৎসা বাবদ ৭,০০০ টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়।
এ বিষয়ে লংগদু জোন কমান্ডার বলেন, এই অঞ্চলের পাহাড়ি এবং বাঙালিদের মাঝে অত্যন্ত সোহার্দ্যপূর্ণ সহাবস্থান ও সু-সসম্পর্ক বিদ্যমান রয়েছে। এই সম্পর্ক বজায় রাখার আহবান জানিয়ে তিনি বলেন, বাংলাদেশ সেনাবাহিনী শুরু থেকে বিভিন্ন মানবেতর চাহিদা পরিপূরণের মাধ্যমে মানুষের পাশে আছে। আগামীতেও এ ধারা অব্যাহত থাকবে বলে জানান তিনি।
লংগদু জোনের দায়িত্বপূর্ণ এলাকায় সেনাবাহিনীর মানবিক কার্যক্রম ইতিবাচক সাড়া ফেলেছে। বিনামুল্যে চিকিৎসা সেবা ও ঔষধ পাওয়া উপকারভোগিরা লংগদু সেনা জোনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে সেনাবাহিনীর সাফল্য কামনা করেন।