বিজিবির উদ্যোগে স্কুল প্রাঙ্গণে বিনামূল্যে টিকাদান কর্মসূচি

0
52

 

পার্বত্য চট্টগ্রামের খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গায় সীমান্তবর্তী এলাকায় নিয়োজিত ২৩ বিজিবি যামিনীপাড়া ব্যাটালিয়নের উদ্দ্যোগে মানবতার সেবায় গরীব দুঃখী অসহায় মানুষের কল্যাণে ৫ থেকে ১১ বছরের শিশুদের মাঝে কোভিড-১৯ টিকা প্রদান করে। 

গত, বুধবার (৯ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের সম্প্রসারিত টিকাদান কর্মসূচি অংশ হিসেবে মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহায়তায় যামিনীপাড়া বর্ডার গার্ড নিম্ন মাধ্যমিক বিদ্যালয় ও বর্ডার গার্ড সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে টিকাদান করেন। উক্ত টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন যামিনীপাড়া ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল এ বি এম জাহিদুল করিম। এছাড়াও যামিনীপাড়া ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত কোয়ার্টার মাষ্টারসহ উপজেলা স্বাস্থ্য পরিদর্শক, স্বাস্থ্য সহকারী এবং স্কুলের শিক্ষক-শিক্ষিকাগণ উপস্থিত ছিলেন।

দিনব্যাপী যামিনীপাড়া বর্ডার গার্ড নিম্ন মাধ্যমিক বিদ্যালয়, প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র/ছাত্রী এবং ২৩ বিজিবি’র অফিসার ও সৈনিকদের সন্তানসহ সর্বমোট ১১৩ জন শিশুকে টিকা দান কার্যক্রম সম্পন্ন করা হয়েছে।

২৩ বিজিবি অধিনায়ক বলেন, এলাকার শিশুদের টিকাদান নিশ্চিত কল্পে নিয়মিতভাবে এই ক্যাম্পেইনের আয়োজন করা হবে। পার্বত্যঞ্চলে অসহায় সুবিধাবঞ্চিত মানুষের পাশে শান্তি ও দুর্যোগকালীন সময়ে যামিনীপাড়া ব্যাটালিয়ন যেকোন সহযোগীতায় পাশে থাকবে।

পার্বত্য চট্টগ্রামের সকল খবর সবার আগে জানতে নিচের লিংকে ক্লিক করুন*

https://t.me/savecht

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here