জুরাছড়ি বাজারে ভয়াবহ অগ্নিকান্ড, সেনাবাহিনীর সহায়তায় আগুন নিয়ন্ত্রণে

0
43


রাঙ্গামাটির জুরাছড়ি উপজেলা বাজারে অগ্নিকান্ডে ৫১ টি দোকান ও বসত ঘর পুরে গেছে। আজ ০৯ অক্টোবর (রোববার) বেলা ৩টার পর অগ্নিকান্ডের ঘটনা ঘটে। তবে অগ্নিকান্ডের সূত্রপাত সঠিক ভাবে কেউ দিতে পারেনি।

সরেজমিনে গিয়ে দেখা যায়, সেনাবাহিনী ও স্থানীয় জনসাধারণ আগুন নিভানোর আপ্রাণ চেষ্টা করছে। তবে আগুনের সিকা বৃদ্ধি পাওয়াই নিয়ন্ত্রণে বাইরে চলে যায়। কিছু কিছু দোকানের মালামাল রক্ষা করা সম্ভব হলেও অধিকাংশ পুরে গেছে।

এদিকে সেনাবাহিনীর জোন উপ অধিনায়ক মেজর মোঃ এহতেশামুল হকের নেতৃত্বে ও থানা অফিসার ইনচার্জ মোঃ শফিউল আজম নেতৃত্বে পুলিশ ও সেনা সদস্যরা উদ্ধার এবং স্থানীয় জনগণ আগুন নিয়ন্ত্রণে আনে।

উপজেলা চেয়ারম্যান সুরেশ কুমার চাকমা ও জুরাছড়ি ইউপি চেয়ারম্যান ইমন চাকমা তাৎক্ষণিক পরিদর্শন করেছেন। তারা জানান দোকান ৪৮টি ও ৮ টি বসত ঘর পুরে গেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ ৩ কোটি টাকার অধিক হতে পারে। এসময় সুরেশ কুমার চাকমাসহ স্থানীয়রা দাবী করেন ফায়ার স্টেশন না থাকায় ক্ষয়ক্ষতি পরিমান বৃদ্ধি পেয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার জিতেন্দ্র কুমার নাথ জানান, সেনাবাহিনী ও স্থানীয় জনসাধারণের চেষ্টায় প্রায় ২ ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রনে আসে, রাঙামাটি থেকে ফায়ার সার্ভিসের টিম আসার পর ক্ষয়ক্ষতি নিরুপন ও আগুন লাগার কারন জানা যাবে।

পার্বত্য চট্টগ্রামের সকল খবর সবার আগে জানতে নিচের লিংকে ক্লিক করুন*

https://t.me/savecht


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here