লক্ষ্মীছড়ি জোনের উদ্যোগে মানবিক সহায়তা প্রদান

সম্প্রীতি ও উন্নয়নের ধারা বজায় রাখার লক্ষ্যে
বাংলাদেশ সেনাবাহিনীর গুইমারা রিজিয়নের অন্তর্গত  লক্ষীছড়ি জোন নিয়মিতভাবে বিভিন্ন
সেবামূলক এবং জনকল্যাণমূলক কার্যক্রমের ধারা অব্যাহত রেখেছে।

এরই ধারাবাহিকতায় আজ সোমবার (২২ এপ্রিল)  লক্ষীছড়ি জোনের উদ্যোগে স্থানীয় অসহায় ও হত দরিদ্র পরিবারের মাঝে ঘর নির্মানের জন্য টিন, চেয়ার,
সিলিং ফ্যান, সেলাই মেশিন, বিভিন্ন বিদ্যালয় ও এতিমখানায় অনুদান, চিকিৎসার জন্য আর্থিক
সহায়তা এবং বিবাহের জন্য আর্থিক সহায়তা প্রদান করা হয়।


এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকারভোগীদের
হাতে এসব সহায়তা তুলে দেন জোন অধিনায়ক।

মানবিক সহায়তা কর্মসূচী শেষে জোন অধিনায়ক বলেন,
বাংলাদেশ সেনাবাহিনী সবসময় সাধারণ মানুষের পাশে আছে এবং আগামীতেও এ ধারা অব্যাহত থাকবে।