সেনাবাহিনীর সহায়তায় সাজেকে যান চলাচল স্বাভাবিক

0
28

রাঙামাটির সাজেক যাওয়ার পথে নন্দারাম নামক স্থানে পাহাড় ধসের ঘটনায় সাড়ে ছয় ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল। সেনাবাহিনীর সহায়তায় যান চলাচল স্বাভাবিক হয়েছে বলে জানান বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আকতার।
বুধবার (৫ অক্টোবর) দুপুর ২টার দিকে সেনাবাহিনী চেষ্টায় সাজেকের নন্দারাম এলাকার সড়কের মাটি অপসারণের পর ওই রুটে যান চলাচল স্বাভাবিক হয়।
এর আগে, মঙ্গলবার (৪ অক্টোবর) রাতে ভারি বৃষ্টির কারণে হঠাৎ পাহাড়ধসে খাগড়াছড়ির সাজেকে যোগাযোগ বন্ধ হয়ে যায়। খবর পেয়ে বুধবার সকাল ১০টার দিকে সেনাবাহিনীর সদস্যরা মাটি অপসারণের কাজ শুরু করে।
টানা চার দিনের ছুটির কারণে সাজেকে বাড়তি পর্যটকের চাপ রয়েছে। বর্তমানে সেখানে দুই হাজার পর্যটক অবস্থান করছেন। আরও তিন হাজার পর্যটক প্রবেশ করছে বলে স্থানীয় পর্যটন ব্যবসায়ীরা জানান।
সাজেক কটেজ মালিক সমিতির সভাপতি সুপর্ণ দেব বর্মণ বলেন, পূজার ছুটির কারণে হাজারও পর্যটক ভিড় করেছিলেন পাহাড়ি উপত্যকা সাজেকে। সকালে ধসের বিষয়টি আমরা জানতে পেরেছি। সড়ক বন্ধ থাকায় সাজেক থেকে ফিরতি গাড়িগুলো মাচালং এলাকায় এবং সাজেকগামী গাড়িগুলো বাঘাইহাটে আটকে ছিল। সকাল থেকেই সেনাবাহিনীর একটি দল রাস্তা থেকে মাটি সরানোর কাজ শুরু করে। দুপুর আড়াইটার দিকে যান চলাচল শুরু হয়। তবে পাহাড় ধসে কোনো হতাহতের ঘটনা বা ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি।

পার্বত্য চট্টগ্রামের সকল খবর সবার আগে জানতে নিচের লিংকে ক্লিক করুন*

https://t.me/savecht

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here