কাপ্তাই জোন কর্তৃক অবৈধ অস্ত্র, গোলাবারুদসহ জেএসএস (মূল) এর সন্ত্রাসী আটক

0
45

অদ্য, ০৫ অক্টোবর ২০২২ তারিখ ১০৩০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে রাঙ্গামাটি রিজিয়নের কাপ্তাই জোন এর বাংগালহালিয়া আর্মি ক্যাম্প কর্তৃক একটি বিশেষ অভিযান পরিচালনা করে অং হোলা প্রু (৫৫), কচ্ছপতলী, রোহাংছড়ি, বান্দরবান’কে ০১x দেশীয় পিস্তল (এলজি), ০২ রাউন্ড এ্যামুনেশন, নগদ টাকা ৬,৮৩০/- এবং ০২ টি মোবাইলসহ গ্রেফতার করা হয়।
তথ্যানুসন্ধান ও জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত ব্যক্তি জেএসএস (মূল) এর সক্রিয় তথ্য প্রদানকারী, টোল আদায়কারী এবং ০১টি হত্যা মামলার আসামী। পরবর্তীতে উদ্ধারকৃত অস্ত্র, এ্যামুনেশন ও অন্যান্য সরঞ্জামাদিসহ আটককৃতকে চন্দ্রঘোনা থানায় হস্তান্তর করা হয়। পার্বত্য চট্টগ্রামে শান্তি শৃংখলা বজায় রাখতে সেনাবাহিনীর এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

পার্বত্য চট্টগ্রামের সকল খবর সবার আগে জানতে নিচের লিংকে ক্লিক করুন*

https://t.me/savecht

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here