
খাগড়াছড়ির রামগড় উপজেলায় বসবাসরত উপজাতি এবং
বাঙালি দুঃস্থ জনসাধারণের মাঝে খাদ্য ও ইফতার সামগ্রী বিতরণ করেছে বিজিবির রামগড় জোন।
বাঙালি দুঃস্থ জনসাধারণের মাঝে খাদ্য ও ইফতার সামগ্রী বিতরণ করেছে বিজিবির রামগড় জোন।
সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্পের আওতায় আজ বিকেলে
(৫ এপ্রিল) রামগড় ব্যাটালিয়নের বাস্কেট মাঠে ৩০ টি পাহাড়ি এবং ৭০টি বাঙালি পরিবারের
মাঝে এই উপহার সামগ্রী বিতরণ করা হয়। প্রদানকৃত এসব সহায়তার মধ্যে ছিল চাল, ডাল, চিনি,
সেমাই এবং ইফতার সামগ্রী।
রামগড় জোনের জোন কমান্ডার প্রধান অতিথি হিসেবে
উপস্থিত থেকে উপকারভোগীদের হাতে এসব সহায়তা তুলে দেন।
এসময় তিনি বলেন, রামগড় জোন কর্তৃক গরীব ও
দুঃস্থ উপজাতি এবং বাঙ্গালী জনসাধারণের জীবন যাত্রার মান উন্নয়নে এ ধরণের কার্যক্রম
অব্যাহত রয়েছে এবং ভবিষ্যতেও এ কার্যক্রমের ধারা অব্যাহত থাকবে।
খাদ্য ও ইফতার সামগ্রী
বিতরণকালে জোনের পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।