খাগড়াছড়ি রিজিয়নের উদ্যোগে আর্থিক সহায়তা প্রদান

পার্বত্য জেলা খাগড়াছড়িতে স্থিতিশীলতা ও শান্তি বজায় রাখার লক্ষ্যে খাগড়াছড়ি সেনা রিজিয়ন নিয়মিতভাবে বিভিন্ন ধরনের জনকল্যাণমূলক কর্মসূচী পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় খাগড়াছড়ি সেনা রিজিয়নের উদ্যোগে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। 

আজ, বুধবার (০৩ এপ্রিল) খাগড়াছড়ি সেনা রিজিয়ন কার্যালয়ে বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদের প্রতিনিধির মাঝে ৫০,০০০ হাজার টাকার অনুদানের চেক প্রদান করেন ২০৩ পদাতিক ব্রিগেড খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার। বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদের নানা সমস্যা সমাধানে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে খাগড়াছড়ি সেনা রিজিয়ন। 

আর্থিক অনুদান প্রদান শেষে রিজিয়ন কমান্ডার বলেন, পার্বত্য চট্টগ্রামে ধর্মীয়, সামাজিক ও মানবিক প্রেক্ষাপটের মানোন্নয়নে সেনাবাহিনী অংশীজনদের জন্য সবসময় কাজ করে যাচ্ছে। এর ধারাবাহিকতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।