বান্দরবান সেনা জোনের উদ্যোগে চিকিৎসা সেবা প্রদান


বান্দরবান সেনা জোনের তত্ত্বাবধানে সদর উপজেলার সুয়ালক ইউনিয়নের ৬নং ওয়ার্ড, ফারুক পাড়ায় সুস্বাস্থ্যই সুখের মূল প্রতিপাদ্যকে সামনে রেখে ‘শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন’ এর ধারাকে অব্যাহত রাখার লক্ষে মেডিকেল ক্যাম্পেইনের আয়োজন করা হয়।

শনিবার (৩০ মার্চ) সকালে বান্দরবান সেনা জোনের মেডিকেল অফিসার এর নেতৃত্বে আয়োজিত মেডিকেল ক্যাম্পেইনে সদর উপজেলার সুয়ালক ইউনিয়নের ৬ নং ওয়ার্ড, ফারুক পাড়া এলাকার সুবিধাবঞ্চিত ও অসহায় মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ কার্যক্রম পরিচালনা করা হয়। এই চিকিৎসা সেবা কর্মসূচী সকাল ১০টা থেকে শুরু হয়ে বিকাল ৪ টা পর্যন্ত চলমান ছিল। এ সময় সর্বমোট ২৩১ জন উপজাতি ব্যক্তিবর্গের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান করা হয়েছে।

চিকিৎসা সেবা কার্যক্রম শেষে বান্দরবান জোনের মেডিকেল অফিসার বলেন, প্রয়োজন থাকলেও দুর্গম এলাকার লোকজন অর্থের অভাবে শহরে গিয়ে বিশেষজ্ঞ ডাক্তারের শরণাপন্ন হতে পারেন না। সেনাবাহিনী সবসময়ই মানবিক দায়িত্ববোধ থেকে তাদের দোড়গোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিয়ে আসছে। এরই ধারাবাহিকতায় বান্দরবান জোনের পক্ষ হতে চিকিৎসা বঞ্চিতদের বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ দেওয়া হচ্ছে। ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে বলে জনসাধারণকে আশ্বাস দেন।