
সম্প্রীতি ও উন্নয়নের ধারাবাহিকতায় ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছে সিন্দুকছড়ি জোন।
শনিবার (৩০ মার্চ) সকাল ১১ ঘটিকায় সিন্দুকছড়ি জোন এলাকার শতাধিক মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়। এসময় সিন্দুকছড়ি জোন কমান্ডার উপস্থিত থেকে উপহার সামগ্রী তুলে দেন।
এসময় তিনি বলেন, রোজা ও ঈদের আনন্দ ভাগাভাগি করতে এই উদ্যোগ নেয়া হয়েছে। মূলত ঈদের আনন্দকে বহুগুনে বৃদ্ধি করার জন্যই আমাদের এই আয়োজন। তিনি সকল পরিবারকে ঈদের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে বলেন ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে। ঈদ উপহার হাতে পেয়ে উপস্থিত সকলের মুখে দেখা গেছে আনন্দের হাসি। উপহার সামগ্রী প্রদানের জন্য সকলে সাব জোনকে ধন্যবাদ জ্ঞাপন করেন।