আলীকদম সেনা জোনের উদ্যোগে ঈদ উপহার সামগ্রী বিতরণ

বান্দরবানের আলীকদমে অসহায় ও দুস্থ গরীব
মানুষের মাঝে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঈদ উপহার বিতরণ এবং ১৫০ জন ব্যক্তিকে
বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ প্রদান করেছে আলীকদম সেনা জোন।

বুধবার (২৭ মার্চ)
দুপুর দেড়টার দিকে এই ঈদ উপহার এবং বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ প্রদান করা হয়।


মাহে রমজানের উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
বান্দরবান রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মেহেদী হাসান, এ এফ,
ডব্লিউসি,পিএসসি এবং লে. কর্নেল মো. শওকাতুল মোনায়েম, পিএসসি।


এ সময় প্রধান অতিথি ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মেহেদী হাসান
বলেন, আলীকদম সেনা জোনের পক্ষ থেকে অসহায় হত দরিদ্র জনগোষ্ঠীর মাঝে আর্থিক সহায়তা
প্রদান ও বিভিন্ন উন্নয়নমূলক কাজ চলমান আছে এবং ভবিষ্যতেও থাকবে। সেই সাথে আলীকদম
জোনের আওতাধীন সকল ক্যাম্পগুলোতেও অসহায়দের মাঝে আর্থিক সহায়তা প্রদান ও
উন্নয়নমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।