প্রত্যন্ত দুর্গম রাঙ্গামাটির লংগদু উপজেলার
দুঃস্থ অসহায় মানুষদের চিকিৎসা, শিক্ষা, বাসস্থান ও আর্থিক অবস্থার কথা চিন্তা করে
মনবতার সেবায় এগিয়ে এসেছেন বাংলাদেশ সেনাবাহিনী লংগদু জোন।
মঙ্গলবার (২৬ মার্চ) সকালে লংগদু জোনে দুঃস্থ
অসহায় এক মায়ের ঘর নির্মাণের জন্য তিন বান টিন এবং অসুস্থ দুজনকে চিকিৎসা বাবদ নগদ
অর্থ ও বইয়ের জন্য পড়া লেখা করতে পারছেনা এমন একজন পাহাড়ী শিক্ষার্থীকে বই হাতে তুলেদেন
লংগদু জোনের জোন অধিনায় লে. কর্নেল হিমেল মিয়া। এছাড়াও কর্মসংস্থানের জন্য দুজন অসহায়
গৃহবধূর হাতে সেলাই মেশিন তুলে দেন তিনি।
এসময় তিনি বলেন, বাংলাদেশ সেনাবাহিনী সর্বদা
মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। বিশেষ করে আইনশৃঙ্খলার পাশাপাশি শিক্ষা, চিকিৎসা,
খাদ্য,, বাসস্থান এসব বিষয়ে কাজ করে যাচ্ছেন বাংলাদেশ সেনাবাহিনী।
সুবিধাভোগীরা বাংলাদেশ
সেনাবাহিনীর এমন মহান মানবিক কাজের প্রতি ভুয়সী প্রশংসা করেন।