মহালছড়ি জোন কর্তৃক শিক্ষা সামগ্রী বিতরণ ও আর্থিক সহায়তা প্রদান

সম্প্রীতি ও উনয়নের ধারাবাহিকতায় খাগড়াছড়ির দুর্গম এলাকার পাহাড়ি দরিদ্র ও অসহায় শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ ও আর্থিক সহায়তা প্রদান করেছেন সেনাবাহিনী।   

আজ, ১০ মার্চ (রবিবার) পার্বত্য অঞ্চলে শিক্ষাকে আরো গতিশীল ও অগ্রসর করার লক্ষ্যে মহালছড়ি জোন কর্তৃক বাঙালি শিক্ষার্থীদের মাঝে প্রয়োজনীয় শিক্ষা সহায়ক সামগ্রী বিতরণ করে বাংলাদেশ সেনাবাহিনীর মহালছড়ি জোন। এছাড়াও ০১ জন বাঙালির মাঝে শিক্ষা সামগ্রী (বই) ক্রয় বাবদ নগদ ৮,০০০ টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়। এ সময় উক্ত আর্থিক সহায়তা হাতে পেয়ে সকলেই সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। 

মহালছড়ি জোনের জোন কমান্ডার বলেন, পার্বত্য চট্টগ্রামের সাধারণ মানুষের সুবিধা-অসুবিধায় সহায়তা নিয়ে সেনাবাহিনী সব সময় পাশে ছিল এবং এই ধরনের মানবিক সহায়তা কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে