
খাগড়াছড়ি রিজিয়ন কর্তৃক দুর্গম এলাকার গরীব জনসাধারণকে আর্থিক সহায়তা হিসেবে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।
আজ, বৃহস্পতিবার (০৭ মার্চ) খাগড়াছড়ি রিজিয়ন এর স্থানীয় দুস্থ ও অসহায়দের মাঝে এই আর্থিক সহায়তা প্রদান করা হয়। খাগড়াছড়ি রিজিয়ন কর্তৃক সর্বমোট ৯০,০০০ টাকা আর্থিক সহায়তা প্রদান করা করেছে। এ সময় উক্ত আর্থিক সহায়তা হাতে পেয়ে সকলেই সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
উক্ত আর্থিক সহায়তা বিতরণ শেষে রিজিয়ন কমান্ডার বলেন, পার্বত্য অঞ্চলে সেনাবাহিনী অপারেশন উত্তরণে দায়িত্ব পালনের পাশাপাশি পিছিয়ে পড়া মানুষের জীবনযাত্রার মানোন্নয়নের লক্ষ্যে বিভিন্ন সময়ে মানবিক সহায়তা দিয়ে আসছে। দুর্গম পাহাড়ে বসবাসরত দরিদ্র মানুষের কল্যাণে সেনাবাহিনীর এ প্রয়াস ভবিষ্যতেও অব্যাহত থাকবে।