সিন্দুকছড়ি জোনের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ

খাগড়াছড়ির সিন্দুকছড়ি জোনের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করা হয়েছে। 


আজ, বৃহস্পতিবার (০৭ মার্চ) গুইমারা রিজিয়নের আওতাধীন সিন্দুকছড়ি জোন কর্তৃক এই চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ কার্যক্রম পরিচালনা করা হয় । উক্ত চিকিৎসা সেবায় সিন্দুকছড়ি জোন কর্তৃক ১০৫ জন (১০৫ জন উপজাতি ও ৮৫ জন বাঙালি) স্থানীয় ব্যক্তিবর্গের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়।

দুর্গম পাহাড়ের দুস্থ ও অসহায় রোগীরা সেনাবাহিনীর এমন বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ পেয়ে খুশি হয়ে সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে।  

চিকিৎসা সেবা কার্যক্রম শেষে মেডিকেল অফিসার বলেন, প্রয়োজন থাকলেও দুর্গম এলাকার লোকজন অর্থের অভাবে শহরে গিয়ে বিশেষজ্ঞ ডাক্তারের শরণাপন্ন হতে পারেন না। সেনাবাহিনী সবসময়ই মানবিক দায়িত্ববোধ থেকে তাদের দোড়গোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিয়ে আসছে। এরই ধারাবাহিকতায় সিন্দুকছড়ি জোন কর্তৃক চিকিৎসা বঞ্চিতদের বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ দেওয়া হচ্ছে। ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে