
সম্প্রীতি ও উন্নয়নের ধারাবাহিকতায় দুর্গম পাহাড়ি এলাকা খাগড়াছড়ির মাটিরাঙ্গা সেনা জোনের উদ্যোগে খাগড়াছড়ির মাটিরাঙ্গায় বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেছে মাটিরাঙ্গা জোন।
আজ, বৃহস্পতিবার (০৭ মার্চ) দিনব্যাপী এ চিকিৎসা সেবা কার্যক্রমের উদ্বোধন করেন মাটিরাঙ্গা জোনের অধিনায়ক। দিনব্যাপী এ মেডিকেল ক্যাম্পে চিকিৎসা সেবা প্রদান করেন মাটিরাঙ্গা জোনের মেডিকেল অফিসার।
মাটিরাঙ্গা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হেমেন্দ্র ত্রিপুরা মাটিরাঙ্গা জোনের এমন মানবিক তৎপরতাকে সাধুবাদ জানিয়ে বলেন, দুর্গম কয়েকটি গ্রামের মানুষ বরাবরই চিৎিসা সেবা থেকে বঞ্চিত। সেনাবাহিনীর চিকিৎসা সেবা পেয়ে দুর্গম জনপদের চিকিৎসা সেবা বঞ্চিত দুস্থ ও অসহায় মানুষের মুখে হাসি ফুটেছে।
মাটিরাঙ্গা জোন কমান্ডার বলেন, সেনাবাহিনী বরাবরই পাহাড়ী জনপদে মানবিক কর্মকান্ড পরিচালনা করে আসছে। তারই ধারাবাহিকতায় ভাষা শহীদদের স্মরনে দুর্গম জনপদে চিকিৎসা সেবা বঞ্চিত মানুষের দোড়গোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিয়ে আসছে সেনাবাহিনী। বিনামূল্যে চিকিৎসা সেবার পাশাপাশি বিনামূল্যে ঔষধ ও দেওয়া হচ্ছে। সেনাবাহিনীর এমন মানবিক তৎপরতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।