কাপ্তাইয়ে এতিমখানায় সেনাবাহিনীর খাদ্য সহায়তা ও হতদরিদ্রদের আর্থিক সহায়তা প্রদান।

  

রাঙ্গামাটির কাপ্তাইয়ে সেনাবাহিনীর উদ্যোগে এতিমখানায় খাদ্য সহায়তা এবং হতদরিদ্র পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

আজ বুধবার (০৬ অক্টোবর) সকালে রাঙ্গামাটি রিজিয়নের আওতাধীন কাপ্তাই জোন কর্তৃক এই খাদ্য সহায়তা ও আর্থিক সহায়তা কার্যক্রম পরিচালনা করা হয়। 

দুর্গম পাহাড়ের দুস্থ ও অসহায়দের জন্য সেনাবাহিনীর এমন উদ্যোগে খুশি হয়ে সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে সুবিধাভোগী এসব মানুষ। 

এসময় জোন কমান্ডার বলেন, দুর্গম এলাকার হতদরিদ্র মানুষের পাশে বাংলাদেশ সেনাবাহিনী সবসময়ই মানবিক দায়িত্ববোধ থেকে এগিয়ে আসছে। এরই ধারাবাহিকতায় কাপ্তাই জোন কর্তৃক এমন উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে বলে জানান তিনি।