
সম্প্রীতি ও উন্নয়নের ধারাবাহিকতায় রাঙ্গামাটির দুর্গম এলাকার পাহাড়ি দরিদ্র ও অসহায় শিক্ষার্থীদের শিক্ষা সহায়ক সামগ্রী হিসেবে প্রিন্টার প্রদান করেছে বরকল জোন।
আজ, ০৬ মার্চ (বুধবার) পার্বত্য অঞ্চলে নিম্ন ও উচ্চ মাধ্যমিক শিক্ষাকে আরো গতিশীল ও অগ্রসর করার লক্ষ্যে বরকল জোন কর্তৃক শিক্ষা সহায়ক সামগ্রী হিসেবে প্রিন্টার মেশিন প্রদান করেছে বরকল জোন।
উক্ত সময় উপস্থিত ছিলেন বরকল জোন কমান্ডারসহ অত্র স্কুলের শিক্ষক-শিক্ষার্থী বৃন্দ।
বক্তব্যে জোন কমান্ডার বলেন, রাঙ্গামাটির প্রত্যন্ত অঞ্চলে শিক্ষা ব্যবস্থাকে আরও সহজতর করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। তাছাড়াও দুর্গম অঞ্চলের স্কুল-কলেজের ছাত্র ছাত্রীদের শিক্ষার্জনে আরো বেশি আগ্রহী করার লক্ষ্যে বরকল জোনের এই শিক্ষা সহায়ক সামগ্রী বিতরণ অব্যাহত থাকবে।