মহালছড়ি জোনের উদ্যোগে সুবিধা বঞ্চিতদের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ।

খাগড়াছড়ির মহালছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করা হয়েছে।

আজ, বুধবার (৬ মার্চ) মহালছড়ির দুর্গম পাহাড়ি এলাকায় বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করা হয়। এই বিনামূল্যে চিকিৎসা সেবা সকাল ৯টা থেকে শুরু হয়ে বিকাল ৪ টা পর্যন্ত চলমান ছিল। এসময় বিভিন্ন শ্রেনী পেশার অসহায় মানুষদের বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান করা হয়েছে।

দুর্গম এই গ্রামের জনসাধারণ সবাই নিম্ন আয়ের। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স দূরবর্তী হওয়ায় অনেক সময় চিকিৎসাবিহীন রোগশোক নিয়ে দিনাতিপাত করছে বলে জানা যায়।

পরে মহালছড়ি জোনের সেনাবাহিনী খবর পেয়ে উক্ত এলাকায় চিকিৎসা সেবা প্রদান করাসহ বিনামূল্যে ঔষধ প্রদান করেন। 

এসময় দীঘিনালা জোনের জোন কমান্ডার বলেন, পার্বত্যাঞ্চলে সেনাবাহিনী সব সময় সাধারণ মানুষের পাশে ছিল এবং ভবিষ্যতেও থাকবে। দুর্গম এলাকায় যারা চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হয়ে আসছে, তাদের চিকিৎসার্থে আমরা বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ হতে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান কার্যক্রম পরিচালনা করেছি, ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।