বাঘাইহাট জোন কর্তৃক অসহায় ও দুস্থ পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ

রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকের বাঘাইহাট এলাকায় দুই শতাধিক অসহায় ও দুস্থ মানুষের মাঝে বাঘাইহাট সেনা জোনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। দুস্থ অসহায় মানুষের কষ্ট লাঘবের জন্য বাঘাইহাট সেনা জোন এই উদ্যোগ নেয়।

আজ, রবিবার (২৫ ফেব্রুয়ারি) সকাল ১০০০ ঘটিকায় সাজেক ইউনিয়নের ৪ ও ৫ নং ওয়ার্ডের বিভিন্ন গ্রাম হতে আগত দুস্থ পাহাড়ী ও বাঙ্গালী পরিবারের মাঝে উক্ত শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

এসময় বাঘাইহাট জোনের জোন কমান্ডার, জোন উপ-অধিনায়ক, সাজেকে ইউনিয়ন পরিষদের ৪নং ওয়ার্ড মেম্বার  দয়াধন চাকমা ১, ২, ও ৩নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা মেম্বার রিপিকা চাকমা ৪, ৫ ও ৬নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা মেম্বার সুমিতা রানী চাকমা, বাঘাইহাট বাজার সভাপতি নাজিম উদ্দীন চৌধুরী, বাঘাইহাট কাঠ সমিতির সভাপতি মোঃ আনোয়ার হোসেন, মিজানুর রহমান মাহীরসহ গন্যমান্য ব্যক্তিবর্গ উপকার ভোগী পরিবার উপস্থিত ছিলেন। 

কম্বল বিতরণ শেষে জোন কমান্ডার বলেন, দুর্গম পাহাড়ি এলাকা অন্যান্য অঞ্চল থেকে আবহাওয়া একটু বেতিক্রম  রাতের সময় অধিক কনকনে শীত পড়ে তাই অসহায় খেটে খাওয়া দিনমজুর মানুষের পাশে থাকার জন্য এ ধরনের উদ্যোগে মানবিক সহায়তার মাধ্যমে সেনাবাহিনীর শান্তি প্রতিষ্ঠায় সহায়ক ভূমিকা রাখবে। সেনাবাহিনী সব সময় দেশের ও মানুষের কল্যানের জন্য কাজ করে থাকে এবং ভবিষ্যতেও এ কাজের ধারাবাহিকতা অব্যাহত থাকবে। সাধারণ মানুষের পাশে থেকে কাজ করে যাবেন বলে আশ্বাস দেন তিনি।