চট্টগ্রামের উপজাতি-বাঙ্গালীদের প্রতি অনেক মনোযোগী । পার্বত্য চট্টগ্রামকে কিভাবে
আধুনিকায়ন করা যায় তা নিয়ে কাজ করে যাচ্ছেন।
বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার অসাম্প্রদায়িক নেতৃত্ব বর্হিবিশ্বে দেশের মুখ উজ্জল করেছে। পাহাড়–সমতলের ক্ষুদ্র নৃগোষ্ঠিদের প্রতি তাঁর বিশেষ মনোযোগ এসব জনগোষ্ঠির জীবনমান উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখছে।
আজ বুধবার (১৮ নভেম্বর) বিকেলে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদে তাঁর কার্যালয়ে জেলার শতাধিক বৌদ্ধ বিহারে কঠিন চীবর দান উৎসব উপলক্ষে পরিষদের পক্ষ থেকে নগদ অনুদান প্রদানকালে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির জাতীয় কমিটির বোর্ড মেম্বার কংজরী চৌধুরী এসব কথা বলেন।
এসময় তিনি আরো বলেন, তিন পার্বত্য জেলায় স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় প্রধানমন্ত্রীর নিরলস চেষ্টা এখানকার ‘পাহাড়ি–বাঙালি’ সকল জনগোষ্ঠিকে আশ্বস্ত করেছে। তাই ভবিষ্যতেও স্বাধীনতার প্রতীক নৌকাকেই সরকারে রাখার প্রত্যয় নিতে হবে।
এসময় পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (যুগ্ম–সচিব) মো: নুরুজ্জামান, পরিষদের সদস্য শতরুপা চাকমাসহ পরিষদের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।