খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গায় বীর মুক্তিযোদ্ধা সিদ্দিকুর রহমান এর মৃতদেহ তবলছড়ি কেন্দ্রীয় কবরস্থানে দাফন করতে না দেয়ার প্রতিবাদে মানববন্ধন ও উপজেলা নির্বাহী অফিসার এর মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেছে খাগড়াছড়ি জেলার বীর মুক্তিযোদ্ধা ও বীর মুক্তিযোদ্ধা সন্তানরা।
রোজ বুধবার (১৮ নভেম্বর) দুপুরে মাটিরাঙ্গা মুক্তিযোদ্ধা চত্বরে ঘন্টাব্যপী মানববন্ধনে এই দাবী জানান মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা সন্তানরা। মাটিরাঙ্গা পৌর মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল হাশেম এর সভাপতিত্বে মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, খাগড়াছড়ি জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের সাবেক কমান্ডার মো. রইচ উদ্দিন। মানববন্ধনে আরো বক্তব্য রাখেন, খাগড়াছড়ি জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক সহকারী কমান্ডার বীর মুক্তিযোদ্ধা হানিফ হাওলাদার, মাটিরাঙ্গা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. মনছুর আলী, বীর মুক্তিযোদ্ধা মো. খলিলুর রহমান, বীর মুক্তিযোদ্ধা মো. আবুল কাশমে, বাংলাদেশ মুক্তিযোদ্ধা পরিবার সংসদ কমান্ডের নির্বাহী চেয়ারম্যান ইমরান দ্রোহী ও খাগড়াছড়ি জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি মো. হারুন মিয়া প্রমুখ ।
মানববন্ধনে বীর মুক্তিযোদ্ধারা তবলছড়ি কেন্দ্রীয় কবরস্থান পরিচালনা কমিটির স্বেচ্ছাচারিতার শিকার হওয়ার অভিযোগ করে বীর মুক্তিযোদ্ধা সিদ্দিকুর রহমান এর মৃতদেহ তার অসিয়তকৃত কবরস্থানে সমাহিত করতে না দেয়ার সাথে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার দাবী জানান।