খাগড়াছড়িতে সড়ক অবরোধ করে ছাত্রলীগের পদবঞ্চিতদের বিক্ষোভ-গাড়ি ভাঙচুর আটক ৩

 

খাগড়াছড়ির
দীঘিনালার ছাত্রলীগের পদবঞ্চিতরা সাজেক সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। বিক্ষোভ চলাকালীন
সময়ে পর্যটকদের গাড়িসহ অন্তত ৩-৪ টি গাড়ি ভাঙচুর করা করেছে।

আজ রবিবার সকাল ৮টার দিকে এ
হামলার ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে পুলিশ তিন জনকে আটক করেছে।

আটকেরা হলেন- দীঘিনালা ছাত্রলীগের অপু চৌধুরী, বাবলু চৌধুরী, আমানুর
রহমান শান্ত।

জানা গেছে, গতকাল শনিবার জেলা
ছাত্রলীগের সভাপতি টিকো চাকমা ও সাধারন সম্পাদক জহির উদ্দিন ফিরোজ যৌথ স্বাক্ষরে
দীঘিনালা ও মাটিরাঙা উপজেলা ছাত্রলীগের কমিটি ঘোষণা করে।

এ কমিটি ঘোষণার পর দীঘিনালা উপজেলার ছাত্রলীগের পদবঞ্চিত নেতাকর্মীরা
রবিবার সকাল থেকে দীঘিনালা বাস টার্মিনাল এলাকায় অবস্থান নিয়ে টায়ার জ্বালিয়ে
বিক্ষোভ করেন।

এ সময় সাজেকগামী পর্যটকবাহী
গাড়িগুলো পৌঁছালে হামলা ও ভাঙচুর চালানো হয়।

দীঘিনালা থানার ভারপ্রাপ্ত
কর্মকর্তা উত্তম কুমার দেব পর্যটকবাহী একটি গাড়ির গ্লাস ভাঙচুরের কথা নিশ্চিত করে
বলেন, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে।