রাঙামাটিতে মাস্ক ও হেলমেট না পরায় মামলা

 

পথচারী
ও যানবাহনে মাস্ক, মোটরসাইকেল চালকদের হ্যালমেট ব্যবহার নিশ্চিত করতে রাঙামাটি
জেলা পুলিশের  তৎপরতা চালানো হয়েছে।

 

শনিবার
(১৪ নভেম্বর) সকালে শহরের রিজার্ভ বাজারধীন নতুন বাস স্টেশন, দোয়েল চত্বর ও বনরুপাতে
জনসাধারণের মাস্ক পড়া ও মোটর সাইকেল আরোহীদের হেলমেট পরিধান বাধ্যতামূলক করতে রাঙামাটি
জেলা পুলিশের পক্ষ থেকে এই অভিযান পরিচালনা করা হয়। এতে উপস্থিত ছিলেন, রাঙামাটি
কোতয়ালী থানার ওসি তদন্ত খান নুরুল ইসলাম, রাঙামাটি ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর মোঃ
ইসমাইল, কোতয়ালী থানার এসআই ওসমান গণি, ট্রাফিক সার্জেন্ট পরবিল কুমার নাথ।

 

সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ
সুপার তাপস রঞ্জন ঘোষ জানান, বাসস্থানের বাইরে মাস্ক ও হ্যালমেট ব্যবহার
বাধ্যতামূলক করা হলেও অধিকাংশ মানুষই তা মানছেন না। দিন যত যাচ্ছে, লোকজন ততই
মাস্ক ও হ্যালমেট ব্যবহারে উদাসীন হচ্ছেন। আর শীতে করোনার প্রকোপ আবারো বাড়তে
পারে, সাধারণ মানুষ অনেকেই মাস্ক ব্যবহার করছে না, তাদের স্বাস্থ্যবিধি মেনে চলতে
মাস্ক ও মোটরসাইকেল চালকদের হ্যালমেট ব্যবহার নিশ্চিত করতে পুলিশ মুলত প্রচারণা
চালাচ্ছে। মাস্ক ও হ্যালমেট ছাড়া বাইরে বের হলে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা নেওয়া
হবে বলে জানান তিনি।

 

এসময়,
রিজার্ভ বাজারের নতুন বাস স্টেশন এলাকায় ৯ জন, দোয়েল চত্বরে ১ জন ও বনরুপাতে ২ জন
সহ মোট ১২ জন হেলমেট বিহীন মোটর সাইকেল চালককে ৯২ এর ১ উপধারায় মামলা দেয়া হয় বলে
জানিয়েছেন রাঙামাটি ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর মোঃ ইসমাইল।


এদিকে,
জেলা পুলিশের এমন উদ্যোগ গ্রহণে সমাজের সর্বস্তরের মানুষ সাধুবাদ জানিয়েছে