রাঙামাটির বাঘাইছড়িতে মধ্যরাতে প্রচণ্ড গোলাগুলি

মধ্যরাতে গুলির শব্দে কেঁপে উঠেছে আয়তনে দেশের সবচেয়ে বড় উপজেলা বাঘাইছড়ি। শুক্রবার (১৩ নভেম্বর) রাত আনুমানিক এগারোটা থেকে বারোটা পর্যন্ত উপজেলার তালুকদার পাড়া ও বাবুপাড়া এলাকায় পাহাড়ী আঞ্চলিক দুই সংগঠন জেএসএস (সন্তু) ও জেএসএস (এএনলারমা) দলের মধ্যে ভয়াবহ বন্দুক যুদ্ধ সংগঠিত হয়েছে।

বাঘাইছড়ি থানা পুলিশও ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।  

বাঘাইছড়ি থানার দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা এসআই আসাদুজ্জামান গুলাগুলির বিষয়টি শিকার করে ৪০০ রাউন্ড গুলিবিনিময়ের কথা নিশ্চিত করেন।  ঘটনার পরপরই বিজিবি মারিশ্যা জোনের সদস্যরা এলাকাটি ঘিরে তল্লাশি চালায় এসময় বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে থাকা বেশ কিছু গুলির খোসা উদ্ধার করে। তবে হতাহতের কোন আলামত পাওয়া যায়নি বলে জানায় বিজিবি।  এদিকে স্বরন কালের ভয়ানক এই গুলি বিনিময়ে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পরে।

একটি আঞ্চলিক দলের সঙ্গে যুক্ত দায়িত্বশীল একটি সূত্র জানিয়েছে, রাতে বাবুপাড়া ও তালুকদার পাড়ার মধ্যবর্তী স্থানে সংস্কারপন্থী হিসেবে পরিচিত পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (এমএনলারমা) ঘাঁটিতে হামলা চালাতে আসে সন্তু লারমার নেতৃত্বাধীন জনসংহতি সমিতির একদল সশস্ত্র ক্যাডার। এই সময় আগাম খবর প্রতিরোধ গড়ে তোলে সংস্কারপন্থীরা। তখন দুই পক্ষের মধ্যে প্রচণ্ড গোলাগুলি হয়। তবে এই ঘটনায় কেউ হতাহত হয়েছে কি-না নিশ্চিত করতে পারেনি সূত্রটি।