কাপ্তাই প্রশাসন নতুন বাজার এলাকায় মাস্ক বিহীন প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে । মাস্ক ছাড়া কোন ক্রেতার কাছে কোন পণ্য বিক্রি না করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে । মাস্ক ছাড়া বাজারে যাকে পাওয়া যাবে তাকেই ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জেল, জরিমানা দেওয়া হবে। করোনা সংক্রমণ প্রতিরোধে মাস্ক বিহীন প্রত্যেক ব্যক্তিকে শাস্তির আওতায় আনতে কাপ্তাইয়ে বাড়ানো হবে পুলিশের বিশেষ টহল।
করোনা সংক্রমণ প্রতিরোধে শুক্রবার (১৩ই নভেম্বর) কাপ্তাই পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. আতাউল হক চৌধুরী সকালে কাপ্তাইয়ের নতুন বাজার এলাকায় বিনামূল্যে মাস্ক বিতরণ ও সচেতনতামূলক মাইকিং করার সময় এসব কথা বলেন।
এসময় উপস্থিত ছিলেন, কাপ্তাই নতুন বাজার বণিক কল্যাণ সমবায় সমিতির সভাপতি মো. জয়নাল আবেদীন, সাধারণ সম্পাদক মো. একরামুল হক, সহ-সভাপতি মো. জয়নাল আবেদীন ও পুলিশ সদস্যগণ।