খাগড়াছড়িতে রবি কোম্পানীর স্থানীয় পরিবেশক কে গলাকেটে হত্যার চেষ্টা

 

 

খাগড়াছড়িতে রবি নেটওয়ার্কের ম্যানেজার আবু হানিফকে বয়স (৩১ কে
গলাকেটে হত্যার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। সে
চট্টগ্রাম
সাতকানিয়ার মোঃ ইসমাইল হোসেন এর ছেলে।

 

রক্তাক্ত
অবস্থায় বুধবার রাত আনুমানিক ১১.৩০ ঘটিকার সময় নিচের বাজার এলাকা থেকে মুমূর্ষ অবস্থায়
তাকে দেখতে পেয়ে স্থানীয়রা উদ্ধার করে খাগড়াছড়ি সদর হাসপাতাল নিয়ে গেলে রোগীর অবস্থা
আশংকাজনক বলে খাগড়াছড়ি হাসপাতাল থেকে চট্টগ্রাম হাসপাতালে রেফার্ড করে।

পুলিশ
জানায়, আবু হানিফ মোবাইল নেটওয়ার্ক সেবাদানকারী রবি’র স্থানীয় পরিবেশকের
ব্যবস্থাপক হিসেবে কাজ করতেন। খাগড়াছড়ি বাজারের একটি বিল্ডিংয়ে বসবাস করতেন।
বুধবার রাতে তাকে রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে হাপাতালে আনে। উন্নত
চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায়
এখনও ভিকটিমের স্বজনরা কোন অভিযোগ দেয়নি। তবে কী কারণে এ ঘটনা ঘটতে পারে তা তদন্তে
কাজ করছে পুলিশ।