কাপ্তাই হ্রদে ডুবে দুই কিশোরের মর্মান্তিক মৃত্যু

 

রাঙামাটি শহর লাগোয়া কাপ্তাই হ্রদে গোসল করতে নেমে প্রাণ হারিয়েছে
দুই কিশোর।  নিহত দুইজনের মধ্যে আদনান (১৪)
রাঙামাটির বন সংরক্ষক সুবেদার ইসলামের ছেলে এবং অপরজন তার বন্ধু অঙ্কন (১৫)।  বুধবার দুপুরে শহরের কেরাণী পাহাড় এলাকায় বন
সংরক্ষকের বাঙলোর কাছে কাপ্তাই হ্রদের জলে স্নান করতে নামে তারা।

 

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে শহরের কেরাণী পাহাড়স্থ কাপ্তাই লেকে
দুইবন্ধু সাইকেলে করে এসে গোসল করতে পানিতে নামে। এসময় সাতাঁর না জানা বন্ধুকে
ডুবতে দেখে আরেক বন্ধু বাচাঁতে এগিয়ে গেলে ২জনেই পানির নীচে তলিয়ে যায়। দীর্ঘ সময়
তাদের খোজঁ না পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হলে ফায়ার সার্ভিসের ডুবুরিরা এসে
দুই কিশোরকে উদ্ধার করে।

 

রাঙ্গামাটি ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক রতন কুমার নাথ জানান,
দুপুর ১২টা দিকে দুই কিশোর বাড়ির পার্শ্ববর্তী কাপ্তাই হ্রদে গোসল করতে নেমে
সাঁতার কাটতে গিয়ে হ্রদের পানিতে তলিয়ে যায়। আশে পাশের লোকজন তাৎক্ষনিক ফায়ার
সার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিসের উদ্ধার কর্মীরা প্রায় একঘন্টা অভিযান চালিয়ে
ডুবন্ত দুই কিশোরকে উদ্ধার করে রাঙামাটি হাসপাতালে নিয়ে যায়। এ সময় হাসপাতালের
কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।


এ ঘটনায় এলাকাবাসীর মাঝে শোকের ছায়া মেনে আসে।