কাপ্তাই উপজেলার ওয়াগ্গা ইউনিয়ন এর গর্জনিয়া এলাকায় দুই
পাহাড়ি ব্যক্তিকে গুলি করে হত্যার করেছে দুবৃত্তরা ।বুধবার (১১ নভেম্বর) রাত ৩ টায় এই সন্ত্রাসী ঘটনা ঘটে।
নিহতরা হলেন সুভাষ তনচংগ্যা সে রাজস্থলী উপজেলার ছাখ্যং পাড়ার মৃত কালাচান তনচংগ্যার ছেলে এবং ধনঞ্জয় তনচংগ্যা (৩২) সে গর্জনিয়া পাড়ার রনজিত কার্বারির ছেলে । নিহত দুই ব্যক্তি জেএসএস সংস্কারের সদস্য বলে স্থানীয়ভাবে জানা গেছে।
কাপ্তাই থানা অফিসার ইনচার্জ
নাসির উদ্দিন বলেন , ঘটনাটি বুধবার ভোর রাতে ঘটেছে । ঘটনাটি কে বা কারা ঘটিয়েছে তা
এখানে জানা যায়নি । তবে নিহতরা যেহেতে জেএসএস সংস্কার সমর্থক সে অনুযায়ী তাদের প্রতিপক্ষ
দল এ ঘটনাটি ঘটিয়েছে বলে ধারনা করা হচ্ছে । মরদেহ উদ্ধার করে রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে
ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে ।
কাপ্তাই সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জুনায়েত কাউছার ও ওসি নাসির উদ্দীন জানান, পাহাড়ের প্রতিপক্ষ অস্ত্রধারী সন্ত্রাসীরা আধিপত্য বিস্তারে এই হামলা করছে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে।